শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ চোর, ডাকাত নয়। অপরাধও নয়। নতুন আতঙ্কে এখন অতিষ্ঠ পুলিশ কর্মীরা। থানায় কেউ আসলে যে একটু বসে কথা বলবেন কিংবা কোথায় সামান্য দাড়িয়ে থাকলেই হল। এসে হাজির তারা। কানের পাশে যেমন শব্দ করছে, তেমনি কামড়ে লাল করে দিচ্ছে শরীর। শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশের আতঙ্ক এখন মশাসুর।
মশার দাপটে নাজেহাল দশা থানার সকলের। মশা মারার বহু চেষ্টা করেও লাভ মেলেনি। থানার সামনে থাকা নর্দমার নাজেহাল দশার কারণে মশার দাপট বাড়ছে। নাম প্রকাশে এক অনিচ্ছুক পুলিশ কর্মীর অভিযোগ, বর্ষার সময়ে তো থানা চত্বর জলমগ্ন হয়ে থাকে। বর্ষা চলে গেলেও নোংরা জল জমে থাকে নর্দমায়। স্থানীয় কাউন্সিলর তথা পুরনিগমের চেয়ারম্যান দিলীপ সিংহকে জানিয়েও সুরাহা মেলেনি। দিলীপ সিং জানান, বিষয়টি পুরনিগমে জানানো হয়েছে।