মৎস্যজীবীদের সাইকেল ও আইসবক্স প্রদান

ইসলামপুর,১১ ফেব্রুয়ারিঃ উত্তর দিনাজপুর জেলা পরিষদের তরফে ইসলামপুর মহকুমার চারটি ব্লকের মৎস্যজীবীদের সাইকেল ও আইসবক্স প্রদান করা হল।মঙ্গলবার ইসলামপুর জেলা পরিষদ ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ৫৬জন মৎস্যজীবীকে সাইকেল এবং আইসবক্স দেওয়া হয়।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাত বানু, জেলা পরিষদের সদস্য হর সুন্দর সিংহ এবং সমাজকর্মী জাবেদ আখতার সহ অন্যান্যরা।অন্যদিকে জেলা পরিষদের তরফে সাইকেল ও আইসবক্স পেয়ে খুশি মৎস্যজীবীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *