শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়াম।সেই স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের দাবীতে এবারে পথে নামলো বিজেপি।
রবিবার সকালে ইন্ডোর স্টেডিয়ামের সামনে প্ল্যাকার্ড হাতে মৌন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতৃত্বরা।শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা।
এদিন শঙ্কর ঘোষ বলেন, অতীতে ইন্ডোর স্টেডিয়ামে টেবিল টেনিসের প্র্যাকটিসের ব্যবস্থা করা হলেও কোভিডের সময় থেকে এখানে কোন প্রকার খেলাধুলার চর্চা হচ্ছে না।সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ইন্ডোর স্টেডিয়াম।আমাদের দাবি দ্রুত ইন্ডোর স্টেডিয়ামকে আগের মত চালু করতে হবে।