জলপাইগুড়ি, ১৯ মার্চঃ জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্লকের সিঙ্গিমারী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের।আহত প্রায় ২৫-৩০ জন।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আলু বোঝাই ট্রাক্টরের একটি সঙ্গে কনে যাত্রীর বাসের সংঘর্ষ হয়।ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে আশঙ্কাজনক রোগীদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘটনার পর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে পৌঁছান জলপাইগুড়ি যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি দুলাল দেবনাথ ও জলপাইগুড়ি ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা সমাজসেবী সরূপ মণ্ডল৷পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।