শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ রাজ্যের আইনি ব্যবস্থা তলানিতে, শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।
রাজ্যে অসামাজিক কর্মকান্ড ক্রমশই বেড়ে চলছে, কোন অপরাধ হলেই সেখানে বিভিন্ন রাজনৈতিক দল জাতপাত ধর্ম বর্ন নিয়ে খেলায় মত্ত হয়ে পড়ছেন।শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে এসে এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন শুধুমাত্র ভিআইপি নেতা-মন্ত্রীদের পাহারায় ব্যস্ত, সেই কারণে অপরাধীরা নিশ্চিতভাবে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।পাশাপাশি উত্তর প্রদেশে গৌতম বুদ্ধের মুর্তি ভাঙ্গা নিয়েও নিন্দায় সরব হন তিনি।