শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কিংবা আড্ডা দিচ্ছেন বহু মানুষ।প্রশাসনের নির্দেশিকাকে উপেক্ষা করেই রাস্তায় বের হচ্ছেন মানুষ।আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা।এই ঘটনার তীব্র নিন্দা করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।
রাজু বিস্ত আজ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি বলেন, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ অন্যান্য জায়গায় সাংবাদিকরা খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হচ্ছেন।এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।এই ঘটনায় রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবী জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল শিলিগুড়ির হায়দারপাড়া ঘুগনি মোড়ে খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হয় শিলিগুড়ি টাইমসের দুই প্রতিনিধি।