শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ লড়াইটা কঠিন ছিল।তবে হার মানতে নারাজ ছিল গোপাল।মিস্টার শিলিগুড়ি খেতাব জয়ী হয়ে শহরের নাম উজ্জ্বল করলো শিলিগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা গোপাল দাস।গত ৯ জানুয়ারি শিলিগুড়ির চম্পাসারিতে আয়োজিত হয় মিস্টার শিলিগুড়ি বডি বিল্ডিং প্রতিযোগিতা।সেখানেই জয়ী হয় সে।
খেতাব জয়ের জন্য নিয়ম করে দিনে ৪ ঘণ্টা পরিশ্রম করতো গোপাল।মিস্টার ইন্ডিয়া খেতাব জয়ী মনোজ দাসের সহযোগিতায় প্রশিক্ষণ করে সে।এরপরই মেলে সাফল্য।বর্তমানে শিলিগুড়ির এনটিএস মোড়ে একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করে গোপাল।সেখান থেকেই সময় বের করে নিজেকে তৈরি করে ফেলে বডি বিল্ডারে।যার জেরে আসে সাফল্য।
গোপাল জানান, প্রথমে জয়গাঁতে আয়োজিত মিস্টার ফ্লেক্স প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী হই।লক্ষ্য কঠিন হলেও আগামীতে মিস্টার ইন্ডিয়া খেতাবের জন্য লড়াই করে দেশের নাম উজ্জ্বল করবো।
Valo kichu korar