শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের নেহেরু রোড এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মৃত্যু হয় ছোটেলাল গুপ্তার।আজ তার পরিবারের সঙ্গে দেখা করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার।
এদিন মৃতের পরিবারকে যথা সম্ভব সহায়তা এবং ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার বলেন, ৭ নম্বর তৃণমূল কংগ্রেসের তরফে মৃত ছোটেলাল গুপ্তার পরিবারকে ৫ হাজার টাকা সাহায্য করা হয়েছে।ন্যায় বিচার তারা পাবেন।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট জমি সংক্রান্ত বিষয়ে ছোটেলাল গুপ্তা এবং তার দাদা ভগবান গুপ্তার মধ্যে বচসা হয়।অভিযোগ, সেইসময় বড় ভাইয়ের দুই ছেলে ছোটেলাল গুপ্তাকে লোহার রড দিয়ে আঘাত করে।এরপরই গুরুতর জখম অবস্থায় ছোটেলাল গুপ্তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।গত ২৯ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
গোটা বিষয়টি নিয়ে খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী।দাদা ভগবান গুপ্তা সহ তার দুই ছেলে ও স্ত্রীর নামে অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে ভগবান গুপ্তার ১ ছেলেকে গ্রেফতার করে পুলিশ।বাকি ৩ জন এখনও পলাতক।