কার্শিয়াঙ, ১২ জুলাইঃ মণিপুরে ভুমিধসে মৃত ২ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ রাজু বিস্ত।এদিন কার্শিয়াঙে মৃত দুই জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
জানা গিয়েছে, এদিন প্রথমে মৃত জওয়ান মিলন তামাংয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সাংসদ।পরিবারের সঙ্গে কথা বলে সবধরনের সহায়তার আশ্বাস দেন।এরপর পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে তা সমাধানের কথাও জানান তিনি।
এরপর জওয়ান বেধিয়ান রাই এর বাড়িতে যান রাজু বিস্ত।সেখানেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।বেধিয়ান রাই এর দুই মেয়ের প্রাথমিক থেকে উচ্চশিক্ষার জন্য সরকারি ও ব্যক্তিগতভাবে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন রাজু বিস্ত।
এই বিষয়ে সাংসদ রাজু বিস্ত বলেন, সময় কম থাকার জন্য আজ শুধুমাত্র দুটি পরিবারের সঙ্গে দেখা করলাম।শীঘ্রই পাহাড়ের সমস্ত শহীদ জওয়ানদের পরিবারের সঙ্গে দেখা করবো।