রাজগঞ্জ, ৬ জুলাইঃ ফুলবাড়ির মৃত টোটো চালকের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিকের উপস্থিতে ওই পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।এছাড়াও মৃতের মেয়েদের পড়াশোনার ব্যাপারে সাহায্য করার আশ্বাস দেন তৃণমূল নেতৃত্বরা।
উল্লেখ্য, গত রবিবার রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার বাসিন্দা টোটো চালক হাবিবর ইসলাম আত্মঘাতী হন।তার পরিবারে স্ত্রী ছাড়াও পাঁচ মেয়ে ও এক ছেলে সহ ৯ জন সদস্য রয়েছে।উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।বিদ্যুৎ বিল বাকি থাকায় প্রায় দুই বছর আগে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।এই কারণে পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়েছেন তৃণমূল নেতৃত্বরা।
জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক জানান, মৃত টোটো চালকের পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হল।মৃতের পাঁচ মেয়ের পড়াশোনার সমস্যা হলে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।পাশাপাশি পরিবারটিকে যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় সেব্যাপারে বিদ্যুৎ বন্টন কোম্পানির সঙ্গে কথা বলা হবে।