শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ আজও বিজেপির ডাকা উত্তরকন্যা অভিযানে অংশগ্রহণকারী মৃত উলেন রায়ের দেহের পুনরায় ময়নাতদন্ত হল না।
প্রসঙ্গত,গত ৭ তারিখ উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি।সেই অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়।এরপর সেদিন রাতেই তার দেহের ময়নাতদন্ত করা হয়।কিন্তু তারপরেই বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি সিজিএম কোর্টে আবেদনের ভিত্তিতে আদালত ৩ জন চিকিৎসকের সামনে দিনের বেলায় ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে ১১ ডিসেম্বরের মধ্যে পুনরায় দেহের ময়নাতদন্ত করার জন্য নির্দেশ দেয়।
যদিও গতকাল স্বাস্থ্য দপ্তর থেকে প্রয়োজনীয় নির্দেশ না আসায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে উলেন রায়ের দেহটি পুনরায় ময়নাতদন্ত হয়নি। স্বাস্থ্য দপ্তর চিঠি দিয়ে নিউ জলপাইগুড়ি থানায় সাফ জানিয়ে দেয় যেহেতু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য তিনজনই ডাক্তার আছেন এবং ওই তিন ডাক্তারকে দিয়েই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে ময়নাতদন্ত হয়েছে।তাই আদালত যদি বলে দেয় কোন তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ময়নাতদন্ত হবে তাহলে সেইমতো স্বাস্থ্য দপ্তর সেইমতো ব্যবস্থা নেবে।
অপরদিকে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে পাল্টা আবেদন করে সিজিএম কোর্টে জানতে চাওয়া হয় রায় সত্ত্বেও কেন ময়নাতদন্ত করা হচ্ছে না?
আজকে জলপাইগুড়ি সিজিএম আদালত থেকে জানানো হয় গত ৮ই ডিসেম্বরের রায় বহাল থাকবে এবং আজকের করা আবেদনের রায় আগামীকাল শোনানো হবে।