করোনা অতিমারি! তবে মনে ভয় নেই, মৃতদেহ দাহের ভার তুলে নিয়েছে মহিলা সংগঠন

শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ করোনা অতিমারিতে শহরের সকলেই যখন প্রায় যবুথবু, মানুষের সামনে আসতেও যখন মনে ভয় তখন মৃতদেহ দাহ করার সিদ্ধান্ত নিল মুক্তধারা ফাউন্ডেশন।যেসমস্ত মৃতদেহ দাহ করার কেউ নেই বা যারা আর্থিক দিক দিয়ে এতটাই অস্বচ্ছল যে মৃতদেহ দাহ করতে পারছেন না তাদের সাহায্য করতেই এই মুক্তধারা ফাউন্ডেশন।


সংগঠনের কর্নধার কাবেরী চন্দ সরকার জানান, ছোটবেলায় বাবার হাত দিয়েই তার এই কাজে হাতেখড়ি।বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।তবে মহিলাদের সঙ্গে নিয়ে কাজ করার ইচ্ছে তার বরাবরই ছিল।সেকারনেই মুক্তধারা ফাউন্ডেশন নামের এই সংগঠন তৈরি করেন তিনি।এরপর একে একে মেয়েরা নিজের ইচ্ছেতেই এসে সংগঠনে যোগ দেয়।

করোনাকালে অনেকেই কাজ করতে ভয় পাচ্ছে তাই এইসময় সমস্ত ভয়কে দূরে সরিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।ফোন এলেই তারা পৌচ্ছে যাচ্ছেন মৃতদেহ নিয়ে আসতে।এরপর কিরনচন্দ্র শ্মশানে দেহ নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করছেন।এই কাজে একদিকে যেমন অনেকেই প্রশংসা করছেন তেমনই অনেক সময় বাঁধাও আসছে।তবে সমস্ত বাঁধা অতিক্রম করে কাজ চালিয়ে যেতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।এখনও পর্যন্ত প্রায় ২০০ এর বেশি মৃতদেহ তারা দাহ করেছেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş