জলপাইগুড়ি,৪ মার্চঃ ময়নাগুড়িতে রাজনৈতিক সংঘর্ষে মৃত তৃণমূল কর্মী ভোম্বল ঘোষের বাড়িতে আসলেন রাজ্যের যুব কল্যান মন্ত্রী অরুপ বিশ্বাস৷ সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী ময়নাগুড়ির হুসলুডাঙ্গা বাজারে রাজনৈতিক সংঘর্ষের জেরে আক্রান্ত হন তৃণমূল কর্মী ভোম্বল ঘোষ। এরপর ২২ ফেব্রুয়ারী শিলিগুড়ির এক বেসরকারী নার্সিংহোমে মারা যান তিনি৷
গতকাল ভোম্বল ঘোষের বাড়িতে গিয়ে ভোম্বলের মা কানন বালা ঘোষ এবং ভোম্বলের ছোট ভাই সঞ্জয় ঘোষের সাথে দেখা করেন মন্ত্রীরা। এদিন মন্ত্রীরা ভোম্বলের বাড়িতে আসার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। পরিবারের লোকেদের সাথে দেখা করার পর ময়নাগুড়ি হুসলুডাঙা বাজারে ভোম্বল ঘোষের স্মরনে সভার আয়োজন করা হয়৷ সেখানে তৃণমূল কর্মীদের পাশাপাশি এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।
এদিন ভোম্বলের পরিবারের লোকেরা অরুপ বিশ্বাসের কাছে একটি আবেদন পত্র তুলে দেন। সেখানে ভোম্বলের পরিবারের একজনের চাকরির আবেদন এবং ভোম্বলের ইচ্ছে পুরনের জন্য হুসলুডাঙ্গা থেকে জটিলেশ্বর পর্যন্ত রাস্তা চওড়া করে পাকা রাস্তা এবং হুসলুডাঙ্গা হাটের উন্নয়নের দাবি জানানো হয়।