রায়গঞ্জ,১৭ ডিসেম্বরঃ কর্তব্যরত অবস্থায় এসএসবি জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বোগ্রাম এলাকায়।মৃত জওয়ানের নাম কনক সিনহা(৪৭)।বাড়ি রায়গঞ্জের বোগ্রাম এলাকায়।রায়গঞ্জ খরমুজাঘাট শ্মশানে গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ বিদায় জানায় এসএসবি বাহিনী।সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর৷
জানা গিয়েছে, কদিন আগে ফালাকাটার টোটোপাড়ায় ভারত-ভূটান সীমান্তে বর্ডার রোডে কর্তব্যরত অবস্থায় আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।প্রথমে তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করে দেন।বুধবার শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এএসআই কনক সিনহার।আজ সকালে এসএসবি’র অফিসার ও জওয়ানেরা কফিনবন্দী অবস্থায় তাঁর মৃতদেহ রায়গঞ্জে নিয়ে আসেন।