জলপাইগুড়ি, ১৪ জুলাইঃ মৃত্যুর প্রায় ৪৮ ঘণ্টা পর জলপাইগুড়িতে এক বৃদ্ধের করোনা রিপোর্ট পজিটিভ। এদিকে স্বাভাবিকভাবেই সম্পন্ন হয় শেষকৃত্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পুলিশ এলাকায় ৮০ বছরের এক বৃদ্ধ গত শুক্রবার অসুস্থ হন। এরপর তার পরিবার বৃদ্ধকে শহরের রাজবাড়ি পাড়ার এক নার্সিংহোমে ভর্তি করায়। জ্বর সহ অন্যান্য উপর্সগ ছিল বৃদ্ধের। এরপর রবিবার তিনি মারা যান। মৃতদেহ বাড়িতে নিয়ে এসে মাসকালাইবাড়ি শ্বশান ঘাটে দাহ করা হয়। বৃদ্ধের শেষকৃত্যে প্রচুর মানুষ শ্বশানে গিয়েছিলেন।
এদিকে মৃত্যুর ৪৮ ঘণ্টা পর আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ইতিমধ্যেই প্রশাসনের তরফে এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করা হয়েছে। এলাকাটিকে কনটেনমেন্ট জোন করা হয়েছে।
এদিকে ওই বৃদ্ধের চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা নার্সিংহোমের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসককে পাঠানো হয় কোয়রান্টিনে।