মিউকরমাইকোসিস নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেমিনারের আয়োজন  

শিলিগুড়ি, ১১ জুনঃ করোনা আবহে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস অর্থাৎ মিউকরমাইকোসিস।ইতিমধ্যে শিলিগুড়িতে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হয়েছে ৫ জনের।আক্রান্তও বেশকয়েকজন।


শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মিউকরমাইকোসিস নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।এদিনের সেমিনারে বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।মিউকরমাইকোসিস চিকিৎসা নিয়ে ইতিমধ্যে রাজ্যের তরফে একটি গাইডলাইন দেওয়া হয়েছে।কিভাবে তা কার্যকরি করা হবে তা নিয়েই এই সেমিনারের আয়োজন করা হয়।

এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল ইন্দ্রজিৎ সাহা জানান, মিইকরমাইকোসিস এর বিরুদ্ধে সবরকমভাবে লড়াইয়ে প্রস্তুত রাজ্যর স্বাস্থ্যদপ্তর।রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া গাইডলাইন মেনেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবারে ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে।ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত উত্তরবঙ্গের সর্বস্তরের রোগীদের এখানে চিকিৎসা করা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *