শিলিগুড়ি, ২৭ মেঃ গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি বাজারে অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত হল একটি মুদিখানা দোকান।পুড়ে ছাই নগদ ৪০ হাজার টাকা ও ৭ লক্ষ টাকার জিনিস।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে ওই মুদিখানা দোকান আগুন লাগে।অগ্নিকান্ডের ঘটনা নজরে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন।এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগ।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত জিনিস।
এই বিষয়ে দোকানের মালিক কিশোরী প্রসাদ বলেন, রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে চলে যাই।এরপর রাত ২টা নাগাদ প্রতিবেশীর কাছ থেকে খবর পাই দোকানে আগুন লেগেছে।আগুন নেভানোর সবরকম চেষ্টা করা হলেও কোনোও কিছুই বাঁচানো যায়নি।দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রায় ৪০ হাজার টাকা নগদ ও ৭ লক্ষ টাকার জিনিস পুড়ে গিয়েছে।
কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা তা এখনও জানা যায়নি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
