নকশালবাড়ি, ২৯ জুলাইঃ পবিত্র মহরম উপলক্ষে নকশালবাড়িতে শোভাযাত্রার আয়োজন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।এদিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
জানা গিয়েছে, এদিন নকশালবাড়ির বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা বের করা হয়।বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চলে লাঠি খেলা। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ সহ পুলিশের বিশাল বাহিনী।
এদিন সভাধিপতি অরুণ ঘোষ জানান, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার।ধর্মীয় রীতিনীতি মেনে মহরম চলছে। ১৬টি দল আজ লাঠি খেলার অংশগ্রহণ করবে।
