শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ার অভিযোগ ও মহিলা পুলিশ কর্মীকে হেনস্তার অভিযোগে ১৩ জন বিজেপি নেতা কর্মী-সমর্থকের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।এদের মধ্যে বিজেপির যুব মোর্চার নেতা কাঞ্চন দেবনাথ ও সৌরভ সরকারও রয়েছেন।
জানা গিয়েছে, মোট ৬টি ধারায় মামলা দায়ের হয়।আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে এবং উলেন রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি।এদিন বনধের সমর্থনে রাস্তায় নেমে এয়ারভিউ মোড়ে লাগানো মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ার পাশাপাশি তা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এরপরই ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী।এই ঘটনায় ১৩ জন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।