‘ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে’-ওমপ্রকাশ মিশ্র

শিলিগুড়ি,১১ মার্চঃ ‘নন্দীগ্রামের ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত।ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে’।ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূলের মনোনীত প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।


আজ সকালে ভোট প্রচারে বেরিয়ে শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠে চায়ের আড্ডায় কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।এরপর নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গতকালের ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত।ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে।এছাড়াও গতকালের ঘটনার পেছনে রাজ‍্যের ডিজিকে অপসারণের সম্পূর্ণ যোগসাজস রয়েছে বলে গুরুতর অভিযোগ আনেন তিনি।পাশাপাশি বলেন, এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে ও সঠিক ভাবে ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *