রাজগঞ্জ,২৪ নভেম্বরঃ মুখ্যমন্ত্রীর হাত থেকে জমির পাট্টা নিয়ে বাড়ি ফিরলেন রাজগঞ্জের হরিচরণ ভিটার ভূমিহীনরা।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরাম থেকে গত সোমবার কলকাতার উদ্দেশ্যে জমির পাট্টা নিতে রওনা হয়েছিল এক দল ভূমিহীন সাধারণ মানুষ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ সমিজ্জুউদ্দিন ও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির ভূমি ও বন কর্মধক্ষ্য মোশারফ হোসেন।
কলকাতায় নেতাজী ইনডোর স্টেডিয়াম একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের হরিচরণ ভিটা গ্রামের প্রায় ৪২ জনকে পাট্টা দেওয়া হয়।জমির পাট্টা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।