শিলিগুড়ি, ২৫ অক্টোবরঃ রবিবার উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাঘাযতীন পার্কে পুলিশের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন তিনি।সেখানে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন।
তবে মুখ্যমন্ত্রী সরকারি সফরে এলেও তা রাজনৈতিক সফর, বক্তব্যে তা প্রমাণ হচ্ছে।এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিন বিধায়ক বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই সফর সরকারি সফর হলেও, কতটা রাজনৈতিক সফর তিনি তা প্রমাণ করেছেন গতকালের তথাকথিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মধ্য দিয়ে।বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসেছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো নিয়ে কথা বলেছেন কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমন, ইস্কনের উপর আক্রমন এত মন্দির ভাঙা, তা নিয়ে তিনি কোনো কথাবললেন না’’৷