শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ ‘কলকাতায় যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে সেটা বাংলার অপমান।এর উত্তর পেয়ে যাবে বিজেপি-এমনই মন্তব্য করলেন মন্ত্রী গৌতম দেব।
প্রসঙ্গত, শনিবার নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরকারি অনুষ্ঠানে একত্রিত হন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা ও বহু সাংসদ।সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার আগে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে।এরই প্রতিবাদ করে তিনি বলেন “কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা শোভা পায়না”।এরপর কোনো বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে সেটা সারা বাংলার অপমান।মানুষ এর জবাব বিজেপিকে দেবে।বাংলার সংস্কৃতি হচ্ছে সৌজন্যের সংস্কৃতি।এরা বাইরে থেকে এসে বাংলার মানুষকে অপমান করবে।বাংলার ১০ কোটি মানুষের প্রতিনিধিকে অপমান করবে।এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না।এর উত্তর পেয়ে যাবে বিজেপি’।