শিলিগুড়ি, ১১ জুনঃ ‘মুকুল রায় একজন বরিষ্ট এবং দক্ষ রাজনীতিবিদ, তৃণমূলে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত’-মুকুল রায় আজ তৃণমূলে যোগদান করার পর এমনটাই মন্তব্য করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।
রাজু বিস্ত বলেন, গনতন্ত্রের একটি ভালো দিক রয়েছে যে মানুষ স্বেচ্ছায় তার পছন্দের পথ বেছে নিতে পারে।তবে দুঃখের বিষয় যে এখন সেই স্বাধীনতা পশ্চিমবঙ্গে নেই।যদি কেউ তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেয় তবে তাদের হামলা, গুলি বারুদ শিকার হতে হচ্ছে।তৃণমূলের গুন্ডা এবং পুলিশকে দিয়ে তাদের পরিবারকে শাসানো হচ্ছে।আমরা পশ্চিমবঙ্গে বোমা, বারুদ এবং গুলির রাজনীতি শেষ করতে চাই।আমাদের কর্তব্য যে আমরা আমাদের রাষ্ট্রের মানুষের সেবা করি, আমরা তা করে যাব।