শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।শনিবার রাজ্যের ৪ পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি এর থেকে নির্বাচন পিছিয়ে ১২ ফেব্রুয়ারি হচ্ছে।শিলিগুড়ি পুরনিগমের ভোটও ১২ ফেব্রুয়ারি হবে।
এদিন নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির পর তৃণমূল নেতা গৌতম দেব জানান, এই সিদ্ধান্ত নিয়ে সেভাবে কিছু বলার নেই। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, মানুষের জীবনের সুরক্ষার জন্য যেকোনও সদর্থক ভূমিকাকে স্বাগত জানাচ্ছি।
সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, নির্বাচনের জন্য আমরা তৈরি ছিলাম।নির্বাচন পিছিয়েও দিলেও আমরা তৈরি রয়েছি।