শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ গত ১৮ নভেম্বর প্রধাননগর থানার অন্তর্গত মিলন মোড় সংলগ্ন গুলমা চা বাগানের ৭ নম্বর সেকশনের বাঁশবাড়ি এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।এই ঘটনায় গতকাল রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের নাম গণেশ বরাইক।
জানা গিয়েছে, আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের নেওয়ার জন্য আবেদন করে পুলিশ।
এই বিষয়ে স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি এলাকায় ছাগল চুরি করার উদ্দেশ্যে আসে।সেইসময় ওই ব্যক্তি গণেশ বরাইক এর মধ্যে বিবাদ হয়।এরপর গণেশ ওই ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে।
আজ গোটা ঘটনা নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ওয়েস্ট জোন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গিয়েছে।