রাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিনামূল্যে উন্নত প্রজাতির মুরগীর বাচ্চা বিতরণ করছে প্রাণীসম্পদ বিকাশ বিভাগ।২১০০ জন উপভোক্তাকে ৫টি করে মুরগীর বাচ্চা দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, গরিব মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে প্রাণীসম্পদ বিকাশ বিভাগ।
ব্লক প্রাণীসম্পদ আধিকারিক উমাশঙ্কর সেন বলেন, কয়েকদিন থেকে ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ৫টি করে আরআইআর প্রজাতির মুরগীর বাচ্চা দেওয়া হচ্ছে। বুধবার পর্যন্ত প্রায় ১৬০০ জনকে দেওয়া হয়েছে।মূলত ডিমের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যেই মুরগীর বাচ্চা বিতরণ করা হচ্ছে।মুরগী পালনের জন্য উপভোক্তাদের প্রশিক্ষণ, পালন বিষয়ক পুস্তিকা দেওয়া হয়।এছাড়া প্রাণী মিত্রারা মুরগীকে ভেকসিনও চিকিৎসা করেন।