ইন্টারনেট দেখে মাস্ক এবং স্যানিটাইজার তৈরি করছেন মহিলারা

কলকাতা, ২১ মার্চঃ একদিকে যখন বিশ্বজুড়ে আতঙ্কের থাবা বসিয়েছে করোনা ভাইরাস তখন সকলের জন্য মাস্ক, স্যানিটাইজার তৈরিতে ব্যস্ত মহিলারা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪ জনের।


এই অবস্থায় সকলকে মাস্ক, স্যানিটাইজার ব্যাবহারের আর্জি জানানো হয়েছে। তবে বাজারে  মাস্ক, স্যানিটাইজার প্রায় নেই বললেই চলে। যদিও বা পাওয়া যাচ্ছে কালোবাজারিতে তার দাম বেড়ে গিয়েছে ।

এই সমস্যা সমাধানে সমাজের সকল স্তরের মানুষের কাছে মাস্ক, স্যানিটাইজার পৌছে দিতে কলকাতার যাদবপুরে থিম পার্ক এলাকায় মহিলারাই তৈরি করছে মাস্ক, স্যানিটাইজার।আফটার সেভ লোশনের সাথে মিনারেল ওয়াটার মিলিয়ে ইন্টারনেট থেকে বিভিন্ন পদ্ধতি দেখে তৈরি করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।মাস্ক তৈরি হচ্ছে দুই রকমের কাপড় এবং কাগজের।


জানা গেছে, ১৮ মার্চ থেকে মাস্ক এবং স্যানিটাইজার তৈরির কাজ শুরু করেন তারা। এখনও পর্যন্ত ১৮০০ মাস্ক এবং ৩০০ স্যানিটাইজার  তৈরি করেছেন।এছাড়াও ব্লিচিং পাউডারের সাথে গুড়ো চুন মিশিয়ে তারা জনসাধারণকে দিচ্ছেন। প্রায় ২০ থেকে ৩০ জন মহিলা এবং বেশ কয়েকজন পুরুষ এই কাজে নিজেদের নিযুক্ত করেছেন।

তারা জানান, তাদের মূল উদ্দেশ্য এই সময়ে মাস্ক এবং স্যানিটাইজার  সকলের হাতে নিখরচায় তুলে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş