শিলিগুড়ি, ১৭ মার্চঃ করোনা নিয়ে সচেতনতা প্রচার করবে শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যেই ১ লক্ষ লিফলেট ছাপাতে দেওয়া হয়েছে। পুরনিগমের সাফাই কর্মী ও বিভিন্ন বাড়ি বাড়িতে যারা সার্ভেতে যান তাদের মাস্কও দেওয়া হবে। মঙ্গলবার পুরনিগমে সাংবাদিক বৈঠক করেন মেয়র অশোক ভট্টাচার্য। বলেন, করোনা নিয়ে সতর্ক থাকতে হবে। সেকারণেই আমরা সাফাই কর্মীদের সতর্ক থাকতে বলেছি। তাদের নানা জায়গায় যেতে হয়। তাই মাস্ক দেওয়া হবে। এছাড়াও আমরা সচেতনতা প্রচার করবো। ফ্লেক্স লাগানো হবে। বাড়ি বাড়িতে সার্ভের জন্য কর্মীদের পাঠানো হবে।
মেয়র পারিষদ শঙ্কর ঘোষ জানান, শহরের বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হবে। যেখানে লেখা থাকবে কেন্দ্রের ও রাজ্যের নির্দেশিকা মেনে চলুন। সচেতন থাকার কথাও বলা হবে।