জলপাইগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত।
জানা গিয়েছে, ২০১৬ সালের মালবাজার থানা এলাকার ঘটনা।অভিযুক্ত নাবালিকার স্কুলের ভ্যানচালক ছিল।স্কুল থেকে ফেরার পথে একা পেয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত।ঘটনার পর পরিবারের সদস্যদের গোটা ঘটনা খুলে বলে নাবালিকা।এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
দীর্ঘদিন মামলা চলার পর ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক রিন্টু সুর অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একমাস জেলের নির্দেশ দেন।পাশাপাশি নির্যাতিতাকে ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।