শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দক্ষিণ পলাশ এলাকার ১২ বছরের নাবালিকাকে অপহরণ, পরে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত।সূত্রের খবরের ভিত্তিতে অভিযুক্তকে ধরতে অন্ধ্রপ্রদেশেও গিয়েছে পুলিশের একটি টিম।
এদিকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর আজ মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থলে পৌছালো ফরেনসিক দল।এদিন চার সদস্যের একটি টিম সুকনার খয়রানি লেনে ঘটনাস্থলের যায়।তদন্তের জন্য সেখান থেকে রক্তের নমুনা সহ মাটি সংগ্রহ করেন তারা।
এদিকে ফরেনসিক টিমের সহায়তায় তদন্ত করছে পুলিশও।নাবালিকাকে কখন, কিভাবে খুন করা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।যেখানে মৃতদেহ উদ্ধার সেখান থেকে প্রায় প্রায় ১০০ মিটারের মধ্যে তল্লাশিও নেয় ফরেনসিক দল।
