শিলিগুড়ি, ১৮ অক্টোবরঃ নাবালিকা পরিচারিকাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ির অশোক নগরের এক বাসিন্দার বিরুদ্ধে।
জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে শিলিগুড়ির অশোক নগরের একটি বাড়িতে পরিচারিকার কাজ করছিল ১৩ বছর বয়সী অনিমা ওঁরাও।তার বাড়ি অসমে।বাড়িতে অভাবেই জেরে ভিন রাজ্যে তাকে কাজে পাঠায় বাড়িত লোকেরা।
অনিমা ওঁরাও এর অভিযোগ, রবিবার রাতে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।গভীর রাতে রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করতে দেখে অনিমাকে এনজেপি থানায় নিয়ে আসেন এক টোটোচালক।এরপর ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির মালিককে।
ইতিমধ্যেই শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে লিখিত অভিযোগ দায়ের করে থানায়। সোমবার অনিমাকে জলপাইগুড়ি আদালতে তুলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।