শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

শিলিগুড়ি,৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক।ধৃতের নাম শিলালু রায়।যদিও এখনও পর্যন্ত পলাতক রয়েছে অপর অভিযুক্ত ধিরেন বর্মন।ধৃত শিলালু রায়কে ৬ দিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, অভিযোগ বহুদিন ধরেই মাটিগাড়ার বাসিন্দা ১৩ বছরের এক নাবালিকাকে ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল শিলালু রায় ও ধিরেন বর্মন।গত সোমবার শিলিগুড়ির মাটিগাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার।এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom