রাজগঞ্জ, ৯ সেপ্টেম্বরঃ রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামের নির্যাতিতাদের বাড়িতে গেলেন সিপিএম ও বিজেপির নেতৃত্বরা।উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ মহেন্দ্র কুমার রায়,জলপাইগুড়ি জেলা সম্পাদক শলীল আচার্য সহ ব্লকের নেতৃত্বরা।অপর দিকে নির্যাতিতাদের বাড়িতে যান বিজেপির জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা।
এই বিষয়ে শলীল আচার্য বলেন, আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি করছি।
অপরদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন,আমরা চাই দোষীদের শাস্তি হোক।এই সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি এরকম একাধিক ঘটনা ঘটেছে।পুলিশ সঠিকভাবে কর্তব্য পালন করছে না।
প্রসঙ্গত, শুক্রবার নাবালিকা দুই বোন কাকার বাড়ি থেকে বাড়ি ফিরছিল।অভিযোগ, সেইসময় পথে পাঁচ যুবক তাদের তুলে নিয়ে যায়।তাদেরকে পাশের একটি চা বাগানে বলপূর্বক ধর্ষন করে বলে অভিযোগ।রবিবার দুজনেই অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে।পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সোমবার একজনের মৃত্যু হয়।অন্যজন এখনো চিকিৎসাধীন রয়েছে।ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ।দুইজন পলাতক।