শিলিগুড়ি, ১৭ জুনঃ নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে কাটিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।গ্রেফতার অভিযুক্তের নাম মহম্মদ চাঁদ খান।মূলত কাটিহারের বাসিন্দা হলেও শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থাকত সে।
জানা গিয়েছে, গত মার্চ মাসে শালবাড়িতে এক নাবালিকা মাধ্যমিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে ৫ দিন পর বাড়িতে ফেরে।নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।ঘটনার পর নাবালিকার পরিবারের তরফে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের পরও অধরা ছিল অভিযুক্ত।এই ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার তরফে প্রধাননগর থানা ঘেরাও ও বিক্ষোভ দেখানো হয়।
এরপরই অভিযুক্তকে কাটিহার থেকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।