শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ নাবালিকাকে অপহরণের অভিযোগে শিলিগুড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো হরিয়ানা পুলিশ।ধৃতের নাম বিপিন কুমার।বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের মে মাসে হরিয়ানার রেওয়ারি থানায় নাবালিকার পরিবারের সদস্যরা অপহরণের অভিযোগ দায়ের করে।তদন্তে নেমে সেইসময় নাবালিকাকে উদ্ধার করে হরিয়ানা পুলিশ।পলাতক ছিল অপহরণকারী।
এই মামলায় গতবছর সেপ্টেম্বর মাসে ফের নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে হরিয়ানার রেওয়ারি থানার পুলিশ জানতে পারে নাবালিকা শিলিগুড়িতে রয়েছে।
এরপর শিলিগুড়িতে পৌঁছে মাটিগাড়া থানা পুলিশের সহায়তায় খাপরাইল এলাকা থেকে নাবালিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হরিয়ানা পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয় বিপিন কুমারকে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।