শিলিগুড়ি,২৭ মেঃ ১৪ বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠলো বাবার বন্ধুর বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এনজেপি সংলগ্ন এলাকায়।ধৃতের নাম নয়ন বর্মন।হাতিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়িতে একা ছিল নাবালিকা।নাবালিকার মা পরিচারিকার কাজ করেন।সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকাকে মায়ের কাছে নিয়ে যাবে বলে জানায়।নাবালিকা রাজি না হলে তাকে জোর করে টোটোতে তুলে রেলইয়ার্ডে একটি ফাঁকা রেলের বগিতে নিয়ে যায়।সেখানে গামছা দিয়ে নাবালিকার হাত মুখ বেঁধে ধর্ষন করে বলে অভিযোগ।ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাবার বন্ধু।দুই পরিবারের নিয়মিত যাতায়াতও ছিল।ঘটনার পর নাবালিকা রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে।সেইসময় খুঁজতে খুঁজতে মেয়েকে খুঁজে পায় মা।পরে গোটা ঘটনা মাকে খুলে বলে নাবালিকা।এরপরই নাবালিকার পরিবারের তরফে এনজেপি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।দোষীর কড়া শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা।
