শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে এনে যৌনপল্লীতে বিক্রি।সুযোগ বুঝে পালিয়ে বাঁচলো নাবালিকা।
জানা গিয়েছে, যুবতীর বাড়ি অরুণাচল প্রদেশে।সেখানে তার এক আত্মীয় নাবালিকাকে কাজের জন্য অন্য এক মহিলার সঙ্গে শিলিগুড়িতে পাঠিয়ে দেয়।অভিযোগ, সেই মহিলা কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে নিয়ে আসে এবং যৌনপল্লীতে বিক্রি করে দেয়।যৌনপল্লীতে একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছিল নাবালিকাকে।
বিষয়টি বুঝতে পেরে কোনক্রমে পালিয়ে গতকাল এনজেপি স্টেশনে পৌঁছায় নাবালিকা।বাড়ি ফেরার উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে থাকে।সেইসময় বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের।তারাই নাবালিকাকে উদ্ধার করে তৃণমূল কার্যালয়ে নিয়ে যায়।গোটা ঘটনা খুলে বলে নাবালিকা।
পরে বিষয়টি জানানো হয় পুলিশকে।এনজেপি থানার পুলিশ পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।