শিলিগুড়ি,৮ এপ্রিলঃ নাবালিকাকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ।ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।অভিযুক্তদের নাম মহম্মদ আলম, মহম্মদ রশিদ ও সাবিনা খাতুন।
জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে ফাঁসিদেওয়ার চটহাট মিলনগড়ের বাসিন্দা ১৬ বছরের ওই নাবালিকা।এই বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ জানায় নাবালিকার পরিবার।এরপরই ঘটনার তদন্তে নেমে ইসলামপুর থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ এবং ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷