নকশালবাড়ি, ৯ ফ্রেব্রুয়ারিঃ বন্ধ হোটেলের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা নকশালবাড়িতে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নকশালবাড়ির রথখোলায় বস্তাবন্দী নাবালিকার দেহ উদ্ধার হয়।নাবালিকাকে ধর্ষণের পর খুন করে দেহ ফেলে রাখা হয়েছে অভিযোগ স্থানীয়দের।মৃত নাবালিকা ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনায় জগদীপ ব্যাপারি নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে।এই ঘটনার পেছনে জগদীপ ব্যাপারি জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনার পর উত্তেজিত জনতা জগদীপ ব্যাপারির বাড়িতে ও চায়ের দোকানে ভাঙচুর চালায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নকশালবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার, গ্রামীন ডিএসপি, সার্কেল ইন্সপেক্টর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।গতকাল রাতে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হবে।গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা।