শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ।অভিযুক্তের নাম বিকাশ রায়(৩৮)।
নাবালিকার পরিবারের অভিযোগ, পেশায় কাঠমিস্ত্রী বিকাশ রায় প্রায়ই ওই নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করত।সোমবার ফের এই ঘটনার পুনরাবৃত্তি হলে নাবালিকার পরিবার মিলনপল্লী ফাঁড়িতে বিকাশ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।অপরদিকে অভিযুক্তকে মারধর করার অভিযোগও উঠেছে।অভিযোগের ভিত্তিতে বিকাশ রায়কে গ্রেফতার করে পুলিশ।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।