শিলিগুড়ি: এলাকার নাবালকদের নিয়ে তৈরি করা হয়েছিল ‘চোর গ্যাং’। সেই গ্যাং শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের নানা এলাকা ঘুরে ঘুরে প্রথমে রেইকি ও পরে ফাঁকা বাড়িতে চুরি করা হচ্ছিল। সম্প্রতি একটি চুরির ঘটনায় সেই গ্যাংয়ের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করল শিলিগুড়ি থানা। ধৃতের নাম বিকি বাল্মিকী। টিকিয়াপাড়ার বাসিন্দা।
দীর্ঘ সময় পুলিশের নজর এড়িয়ে থাকলেও অবশেষে বিকিকে গ্রেফতার করল পুলিশ।
টিকিয়ারপাড়ার বাসিন্দা সুরজ বাসফোঁরের দায়ের করা চুরির অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল বিকির।
কিছুদিন আগে টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ বাঁসফোর কোচবিহারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরেন ১৫ তারিখ। বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা, আলমারি ভাঙা। সোনা এবং রুপোর অলঙ্কার সহ নগদ টাকা ও নথি উধাও হয়ে যায়। ১৬ নভেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুরজ।
২৪ ঘন্টার মধ্যেই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় বিকি বাল্মিকীকে। তাকে গ্রেফতার করার পর উদ্ধার করা হয় চুরি যাওয়া অলঙ্কার সহ বেশ কিছু নথিও। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং জানান, নিজের বাড়িতে মাটি খুঁড়ে চুরির সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল। এ দিকে ধৃতের গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ।