শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চোর ধরো জেলে ভরো এই স্লোগান তুলে আগামী ১৩ ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।অভিযান সফল করতে শিলিগুড়িতে মিছিল করলো বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি।
শনিবার দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে মহাত্মাগান্ধী মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলের নেতৃত্ব দেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।
উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক দুর্গা মুর্মু ও আনন্দময় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।