নকশালবাড়ি, ১৪ নভেম্বরঃ ভারতের প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মজয়ন্তী ও শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের দ্বারা গঠিত সংগঠন নবারুণের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, নকশালবাড়ি থানা এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
এই বিষয়ে সুরজিৎ কুন্ডু জানান, নবারুণের উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়।আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ঋত্বিক বিশ্বাস, সম্পাদক সুরজিৎ কুন্ডু, কোষাধ্যক্ষ পার্থ সাহা সহ অন্যান্যরা।
