শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ শিলিগুড়িতে রহস্যজনক মৃত্যু দম্পতির।ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।রবিবার সকালে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির দেবীডাঙায়।
জানা গিয়েছে, ১৫ দিন আগে দেবিডাঙার বাসিন্দা মসিউর রহমানের সঙ্গে রামগঞ্জের বাসিন্দা নুজাত নাসরিনের বিয়ে হয়।নুজাত রামগঞ্জে স্কুলে পড়তো।দ্বাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য তাঁকে স্কুলে যেতে হতো।সেকারণে কয়কদিন ধরেই সে বাড়িতে যেতে চাইছিল বলে জানা গিয়েছে।
শনিবার রাতেও সে মায়ের সঙ্গে কথা বলছিল।তারপর ফোন কেটে যায়।এরপর নুজাতের পরিবারের কাছে খবর যায় সে ও তাঁর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
যদিও যুবতীর পরিবারের অভিযোগ, তাঁকে মারা হয়েছে।কারণ সে স্কুলে পড়তে চাইলেও তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা তা মানছিল না।ঘটনার পর মৃত যুবক যুবতীর পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ।আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও ঘটনা আছে তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।
মৃত যুবকের বাবা বলেন, রবিবার সকালে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করা হয়েছে দুজনকে। এরপর ঘর থেকে ঝুলন্ত দেহ পাওয়া যায় দুজনের।