নকশালবাড়ি, ২৩ জুনঃ নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানে রক্তি নদীর ধারে অক্ষত অবস্থায় নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন নদীর ধারে নবজাতক শিশুকে দেখতে পান এক চা শ্রমিক।পরে নবজাতককে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি।এরপর স্থানীয় ও আশা কর্মীদের পরামর্শে শিশুটিকে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।অনুমান, নবজাতক পুত্র শিশুটিকে ইচ্ছাকৃতভাবে কেউ ফেলে দিয়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।কিভাবে এই নবজাতক চা বাগানে নদীর ধারে এল তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।অন্যদিকে, স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ রয়েছে ৭ দিনের নবজাতক।