রাজগঞ্জ, ২৯ মেঃ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় নগর পরিক্রমার আয়োজন করা হল।
রাজগঞ্জের আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটির তরফে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।এদিন শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গন্ডার মোড়, রাধারবাড়ি, পুটিমারি ও বলরাম হয়ে প্রায় দশকিলোমিটার পথ পরিক্রমা করে ফের মন্দিরে এসে শেষ হয়।টোটো ও বাইক নিয়ে নগর পরিক্রমায় প্রচুর ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
কমিটির সম্পাদক ভবতোষ দত্ত বলেন, প্রায় ৪০ বছর থেকে এখানে পুজো হয়ে আসছে।লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে বিশ্ব শান্তির কামনায় নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে।দ্বিতীয় বর্ষে এই পরিক্রমার আয়োজন হয়েছে।