শিলিগুড়ি, ২ মার্চঃ রাজ্য সরকারের আর্থিক বঞ্চনা সত্তেও সাফল্যের সাথে উন্নয়নমূলক কাজ করেছে শিলিগুড়ি পুরনিগম।এদিন এই কাজের খতিয়ান পুস্তাকারে জনসমক্ষে তুলে ধরলেন অশোক ভট্টাচার্য।
সোমবার পুরনিগমের উদ্যোগে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল নাগরিক সভা। এদিনের নাগরিক সভায় বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, কংগ্রেসের বিধায়ক সুনীল তির্কি, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার ছাড়াও পুরনিগমের মেয়র পারিষদ ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
২০১৫ সালে ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক বঞ্চনার শিকার হয়েছে বাম পরিচালিত এই পুরবোর্ড, এমনই অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছেন অশোক ভট্টাচার্য।বিগত ৫ বছরে কি কি কাজ করেছে ও আগামীতে কি কি পরিকল্পনা গ্রহণ করেছে সেই খতিয়ান এদিন জনসম্মুখে পুস্তাকারে তুলে ধরেন।
মেয়র জানান, তারা প্রচারে বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী। সেই কারণে প্রচার এর উপরে জোর দেওয়ার থেকে কাজের উপর বেশি জোর দেওয়া হয়েছে।শিলিগুড়ি উন্নয়ন চেয়েছে।আগামীতে মানুষ তাদের ফের ক্ষমতায় আনলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।