নাগরাকাটা,৪ মার্চঃ চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নাগরাকাটা বস্তি সংলগ্ন সাধুখোলা ঝোড়া এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার এলাকায় ওই চিতাবাঘের মৃতদেহটিকে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, এর আগে চিতাবাঘের আক্রমণে এলাকার বেশ কয়েকটি গরু-ছাগল মারা গিয়েছিল।তারপর সেখানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনদপ্তর।কিন্তু ধরা পড়েনি চিতাবাঘ।এরপর আজ এলাকায় চিতাবাঘের মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা।