রাজগঞ্জ, ২২ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের আগে ভোরের আলো থানার পুলিশের স্পেশাল নাকা চেকিং শুরু।
নাশকতা রুখতে ও এলাকায় শান্তির শৃঙ্খলা বজায় রাখতে বুধবার ফুলবাড়ি-আমবাড়ি রাজ্য সড়কের নাওয়াপাড়া মোড়ে এই স্পেশাল নাকা চেকিং চালানো হয়।
বিশেষদিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এদিন যাত্রীবাহী চার গাড়িগুলিকে তল্লাশি চালানো হয়।এছাড়া প্রতিটি গাড়ির নম্বর নথিভুক্ত করা হয়।পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো হচ্ছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হয়।আগামী কয়েকদিন নাকা চেকিং চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।